কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) এবং মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে পড়েন তপন ও পলাশ। পরে পরিবারের সদস্যরা তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তপনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানা পুলিশ বুধবার বিকেলে পলাশের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তপনের মরদেহ দাহ করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেই এই দুইজনের মৃত্যু হয়েছে। পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।